ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ফিলিস্তিনী সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক: ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের দুটি পত্রিকার সম্পাদকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনী সাংবাদিকের অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। 

কোনোরকম কারণ দর্শানো ছাড়াই তাদের পেজ বন্ধ করে দেয়া হয়। 

প্রতিবাদ ও জিজ্ঞাসার মুখে কয়েকজনের একাউন্ট খুলে দিয়ে দু:খ প্রকাশ করেছে ফেসবুক, তবে এখনও অনেকের একাউন্ট ও পেজ বন্ধ রয়েছে। 

তাদের ধারণা মার্কিন এই সামাজিক সাইটের সাথে ইসরাইলের সাম্প্রতিক একটি চুক্তির কারণেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে ‘শিহাব নিউজ এজেন্সি’র চার সম্পাদকের পেজ বন্ধ করে দেয় ফেসবুক। এই চারজনের পেজে মোট ৬৩ লাখ লাইক ছিল। এছাড়া ‘কুদস নিউজ নেটওয়ার্কের’ তিনজনের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে। এই তিনজনের পেজে লাইক ছিল ৫১ লাখ। তাদের সবাই জানিয়েছেন, নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না।

এই দুটি এজেন্সিই দখলী ফিলিস্তিনির সংবাদ কাভার করে।

‘কুদস নিউজ নেটওয়ার্কের’ সাংবাদিক ও অনুবাদক নিসরিন আল-খাতিব আল-জাজিরাকে বলেছেন, তাদের বিশ্বাস ইসরাইলের সঙ্গে চুক্তির কারণেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতে চুক্তি হয় ফেসবুক ও ইসরাইলের। ইসরাইলের দাবি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যালেস্টাইন নিয়ে উত্তেজনা ছড়াতেন।

খাতিব বলেন, কুদস নিউজ নেটওয়ার্ক অরাজনৈতিক সংবাদ, বিশেষ করে  বিনোদন সংবাদই বেশি পরিবেশন করে। তাছাড়া আমাদের হাউস কখনোই ফেসবুকের স্ট্যান্ডার্ড বা নিয়মের লঙ্ঘন করেনি। তারপরও আমাদের টার্গেট করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ