শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গোদাগাড়ীতে পদ্মার বুকে জেগে ওঠা চরের দখল নিয়ে দু’পক্ষে উত্তেজনা

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মার বুকে জেগে উঠা চর দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানপাড়া, বায়ারমারী ও চর কুমারপাড়া মৌজায় প্রতিবছর পদ্মা নদীতে চর জেগে উঠছে। আর জেগে উঠা চরে ফসল চাষ করছে এলাকার শতাধিক ভূমিহীন মানুষ। গত ৫ বছর ধরে ভূমিহীনেরা ৮০০ বিঘা জমি চাষ করে আসলেও এবার জেগে উঠা চর দখল নেয়ার চেষ্টা করছে ভূমি সন্ত্রাসীরা। গত ৮ সেপ্টেম্বর জমিতে কলাই বীজ রোপণ করছিল ভূমিহীন কৃষকরা। এ সময় স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল হকের নেতৃত্বে ভূমি সন্ত্রাসীরা ভূমিহীন কৃষকদের উপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে কলাই বীজ ছিনিয়ে নেয়। স্থানীয় ভূমিহীন সমিতির সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম অভিযোগ করেন, ইউপি সদস্য তোজাম্মেল হকের সঙ্গে স্থানীয় নেতা সাদিকুল ইসলাম আক্কাশ ছাড়াও এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী জমি দখলের চেষ্টার সঙ্গে জড়িত রয়েছে। তারা অর্থনীতিকভাবে শাক্তিশালী হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করছে। আর এরই প্রেক্ষিতে ভূমি সন্ত্রাসীরা ভূমিহীনদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমিহীনদের উপরে চালাচ্ছে। তবে জেগে উঠা চর দখল করতে গেলে সন্ত্রাসীদের বাধা দিবে ভূমিহীনেরা। এই নিয়ে ভূমিহীন সমিতির পক্ষ থেকে ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোদাগাড়ী মডেল থানায় পৃথক ২টি অভিযোগ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ বলেন, নদীতে জেগে উঠা সব চরই খাস জমি। এসব খাস জমি লীজ দিতে পারে একমাত্র ভূমি মন্ত্রণালয়। তবে জেগে উঠা চর নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় ২টি পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ