শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সেপ্টেম্বরে খুলনায় ৩২৮টি অপরাধ সংঘটিত

খুলনা অফিস : গত সেপ্টেম্বর মাসে খুলনা মহানগরী ও জেলার ১৭ থানা এলাকায় ৭টি খুন, একটি ডাকাতি ও ১১ টি ধর্ষণসহ মোট ৩২৮টি অপরাধ সংঘটিত হয়েছে। গতকাল সোমবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত সেপ্টেম্বর মাসে ডাকাতি ১টি, রাহাজানি ১টি, চুরি ১২টি, খুন ৩টি, অস্ত্র আইনে ২টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ৪টি, অপহরণ ১টি,  নারী ও শিশু নির্যাতন ৯টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৭৩টি এবং অন্যান্য ৫৮টিসহ মোট ১৬৮টি মামলা দায়ের হয়েছে। গত আগস্ট-১৬ মাসে এ সংখ্যা ছিল ১৭০টি।

এছাড়া জেলার নয়টি থানায় গত সেপ্টেম্বর মাসে চুরি ৩টি, খুন ৪টি, অস্ত্রআইনে ৬টি, ধর্ষণ ৭টি, অপহরণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ১২টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ২৮টি এবং অন্যান্য আইনে ৯৫টিসহ মোট ১৬০টি মামলা দায়ের হয়েছে।  গত আগস্ট মাসে এ সংখ্যা ছিল ১৬৫টি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।

অনলাইন আপডেট

আর্কাইভ