বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পবায় চার শতাধিক পেঁপে ও লিচু গাছ কেটে সাবাড়

রাজশাহী অফিস : রাজশাহী নগরীর উপকণ্ঠে পবা উপজেলার ফেত্তাপাড়া ধুকরাবোনা এলাকায় রাতের অন্ধকারে চার শতাধিক পেঁপে ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া বিনষ্ট করা হয়েছে এক বিঘা জমির পটল খেত। গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে জমির মালিক নগরীর উপকণ্ঠ হাড়–পুর এলাকার বাসিন্দা রুস্তুম আলী পবা থানায় মামলা দায়ের করেছেন। রুস্তুম আলী জানান, ফেত্তাপাড়া ধুকরাবোনা এলাকায় তার সাড়ে ৬ বিঘা জমি রয়েছে। এর মধ্যে সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে, লিচু ও পটলের চাষ করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে জমির পার্শ্ববর্তী বাসিন্দা মৃত জব্বার আলীর ছেলে আবদুল গফুর, হারেজ, দাউদ, কাউসার, ছবি এবং গফুরের ছেলে আলমগীর ও মিলন, দাউদের ছেলে সানারুল ও উজ্জ্বল, মেহেদীর ছেলে ছবি ও হারেজের ছেলে লিলু ধারালো অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে পেঁপে ও লিচু গাছ কেটে ফেলে। এছাড়া পটলের খেত বিনষ্ট করে। সকালে খবর পেয়ে তিনি এবং নিকটাত্মীয়রা ঘটনাস্থলে যাবার চেষ্টা করলে আবদুল গফুরের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে নিরাপত্তাজনিত কারণে তারা ঘটনাস্থল থেকে চলে আসতে বাধ্য হন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে আবদুল গফুর এবং তার নিকটাত্মীয়রা সাড়ে ছয় বিঘা জমি দখলে নেয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে তারা পেঁপে ও লিচুগাছ কেটে ফেলার মাধ্যমে ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। গাছ কাটার পর সন্ত্রাসীরা আলামত নষ্ট করার জন্য সেগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে। এছাড়া ঘটনাস্থলে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ ব্যাপারে পবা থানার পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাছ কাটার সত্যতাও পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ