শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমাদের জন্য টেস্ট সিরিজও চ্যালেঞ্জের হবে -গ্যারেথ বেটি

স্পোর্টস রিপোর্টার : ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ লেগে থাকা এই ইংলিশ ক্রিকেটারের নাম গ্যারেথ বেটি। টেস্ট সিরিজ শুরুর আগে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাওয়া এই ক্রিকেটারকেই শুক্রবার সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসলেন ইংলিশ ম্যানেজার। ৩৯ বছর পূর্ণ করা বেটি কথা বলতে গিয়েই বাংলাদেশকে একরাশ প্রশংসায় ভাসিয়েছেন বেটি। তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুতই উন্নতি করেছে। বিশ্বের যেকোন জায়গায় তারা এখন কঠিন প্রতিপক্ষ। আর দেশের মাটিতে তো অপ্রতিরোধ্যই। টানা ছয়টা সিরিজ জিতেছে তারা। তাই টেস্ট সিরিজটাও আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে।’ শুধু আসন্ন টেস্ট সিরিজ নয়। বেটি কথা বলেছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এ সম্পর্কে বলতে গিয়ে বেটির জবাব, ‘অকল্পনীয় নিরাপত্তা পেয়েছি এখানে। সত্যিই সফরটা দুর্দান্ত কাটছে আমাদের।’ এই বৃষ্টি, এই কড়া রোদ। চট্টগ্রামে এসে বৃষ্টির বাগড়ায় পড়লেও গরম নিয়ে চিন্তায় আছে ইংল্যান্ড দল। সেটি গ্যারেথ বেটির কথাতেই পরিষ্কার, ‘আমাদের দেশে ঠান্ডা আবহাওয়াতেই আমরা খেলে এসেছি। এখানে খুব গরম। গরমটা কাটিয়ে কিভাবে ভালো করা যায় সেটা আমাদের গেমপ্লানে আছে।’ উপমহাদেশে খেলতে গিয়ে কোনো অসুবিধা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ‘চ্যালেঞ্জিং হবে তা ঠিক। তবে আমরা এর আগে যে টেস্টগুলো খেলেছি তাতে খুব ভালো করেছি। সবাই দায়িত্ব নিয়ে খেললে ভালো হবে।’ নিজে অফ স্পিনার। স্পিনারদের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘বাংলাদেশে দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে। আমাদেরও আছে। সুযোগ পেলে চেষ্টা থাকবে সফরটাকে স্মরণীয় করে রাখার।’

অনলাইন আপডেট

আর্কাইভ