শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে গবেষক ছাত্রের লাশ উদ্ধার

২৬ অক্টোবর, টাইমস অব ইন্ডিয়া/এবিপি : ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রের লাশ। পুলিশ সূত্র জানায়, মৃত ওই ছাত্রের নাম জে আর ফিলেমন। তিনি মণিপুরের সেনাপতি জেলার বাসিন্দা। পশ্চিম এশিয়া বিষয়ের ওপর পিএইচডি করছিলেন তিনি।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গত তিন দিন ধরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে হোস্টেলের ১৭১ নম্বর রুম থেকে উদ্ধার হয় তার লাশ। তার রুম থেকে দুর্গন্ধ বেরোনোয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায় অন্য আবাসিক শিক্ষার্থীরা। নিরাপত্তারক্ষী এবং অন্য শিক্ষার্থীরা মিলে দরজা ভেঙে দেখে ঘরে পড়ে রয়েছে ফিলেমনের লাশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও কিছু জানা যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ