খাগড়াছড়িতে পিস্তল ও গুলী উদ্ধার
খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার পানছড়িতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১ রাউন্ড গুলী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত সোমবার গভীররাতে উপজেলার কলেজগেট সংলগ্ন বৌদ্ধ মন্দির এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ১ রাউন্ড গুলী ও ১টি পিস্তল উদ্ধার করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট সংলগ্ন বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলী উদ্ধার করে।