শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মার্সেল-বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু

স্পোর্টস রিপোর্টার : গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৫-১৬’। গতকাল  বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্সেল-বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া  উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) সহ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ ও কো-স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় টিএন্ডটি ক্লাব মতিঝিল ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। 
এবারের এই মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ৮ দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে-টিএন্ডটি ক্লাব মতিঝিল, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ এসি, কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।এবারের ৮ দলের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব সম্পূর্ণ নতুন দল। কারওয়ান বাজার প্রগতি সংঘও পেশাদার লিগের দ্বিতীয় স্তরে প্রথম খেলছে। দীর্ঘ পাঁচ বছর পর আবারো ঢাকার ফুটবলে ফিরছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবটি ২০১০-১১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে ঢাকার ফুটবল থেকে হারিয়ে যায়। চট্টগ্রামের এই দলটি, পেশাদার লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি আসরে খেলেছিল । অবনমিত হওয়ার পর ঢাকায় ফেরার আর কোনো উদ্যোগ নেয়নি ক্লাবটি। তবে ৫ বছর পর চলতি আসরের মধ্য দিয়ে আবারো ঢাকার ফুটবলে প্রত্যাবর্তন করেছে চট্টগ্রাম মোহামেডান।

অনলাইন আপডেট

আর্কাইভ