শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (৩০) নামে এক যুবককে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদাসার শিক্ষার্থীরা।  শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুছিয়া মাদরাসার কয়েক শতাধিক ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে। মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা  নোমান আল হাবিবী, মুফতি আব্দুল হক, শিক্ষক আতাহার আলী, ইসলামী ছাত্র ঐক্যের সাবেক সভাপতি মাও. জুনায়েদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা, অবিলম্বে গ্রেফতারকৃতের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  উল্লেখ্য, গত শুক্রবার রসরাজ দাস পবিত্র কাবা ঘরের উপর শিব মূর্তি বসিয়ে ফেসবুকে একটি ছবি আপলোড করে। এ ঘটনায় গত শনিবার দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে নাসিরনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ