শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

লালমনিরহাটের ৩ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন

লালমনিরহাট সংবাদদাতা : আজ সোমবার লালমনিরহাটের ৩ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত ঘোষিত ও ছিটমহল সংযুক্ত ৮টি ইউনিয়নে ৭৪টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৫৩ হাজার ৭ শত ২৯ জন পুরুষ ও মহিলা ভোটার ভোট দিবেন।
রোববার লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানায়, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও লালমনিরহাট সদর উপজেলাসহ মোট ৮টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২৯১জন ও মহিলা ওয়ার্ড সদস্য ১৭৭ জন। তবে এবারে নৌকা ও ধানের শীর্ষ হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। তবে ২/৩টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নৌকা ও ধানের শীর্ষের সাথে ভোট যুদ্ধ করবেন বলে এলাকাবাসী জানিয়েছেন। ধানের শীর্ষ ও স্বতন্ত্র প্রার্থীরা সাংবাদিকদের অভিযোগ করে বলেন তাদের কর্মীদেরকে নৌকার প্রার্থীরা ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে  তারা সংশয় প্রকাশ করেছে।
এ দিকে নৌকার প্রার্থীরা এমন অভিযোগ অস্বীকার করেছে। লালমনিরহাট জেলা প্রাশাসন শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ