সৈয়দপুরে জেএসসি পরীক্ষার্থী উধাও
নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে জেএসসি পরীক্ষার্থী নানার বাড়ি থেকে উধাও হয়েছে এ মর্মে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ছাত্রীর নানা হাজী আব্বাস।
জানা যায়, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী হসনুর আক্তার। সে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। তার নানা বাড়ি শহরের হাওয়ালাদার পাড়ায়। প্রতিদিনের ন্যায় সে শনিবার (২৯ অক্টোবর) বাড়ি থেকে স্কুল যাওয়ার কথা বলে বের হয়ে গেলে অদ্যাবধি ফিরে আসেনি। তার সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তার নানা আব্বাস। শনিবার রাতে মেয়েটির নানা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হসনুর নানা আব্বাস অভিযোগ করে বলেন, হাতিখানা মৌয়াগাছ এলাকার আসিফ নামের এক তরুণ আমার নাতনীকে ফুসলিয়ে নিয়ে গেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে হসনুর আসিফের সাথে প্রেমের সম্পর্ক চলছিল। হয়তো সে হসনুকে নিয়ে পালিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আমিরুল ইসলাম নিশ্চিত করে বলেন, শনিবার রাতে মেয়েটির নানা থানায় এসে একটি ডায়েরি করেছেন।