শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে যুবক সর্বস্বান্ত

সিরাজগঞ্জ সংবাদদাতা : আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সিরাজগঞ্জের তাড়াশে সোহেল রায়হান (আলতাব) হোসেন নামে এক যুবক সর্বস্বান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের ফজলুল হক (খোকা) মাষ্টারের ছেলে। বিদেশে পাঠানোর কথা বলে একই গ্রামের আদম ব্যবসায়ী ওবায়েদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (রতি) ১১ লাখ টাকা নেয় সোহেল রায়হানের নিকট থেকে। টাকা নেয়ার ১ মাসের মধ্যে তাকে দুবাই পাঠানোর কথা ছিলো। ভিটেমাটি বিক্রি করে আদম ব্যবসায়ীকে টাকা দিলেও বিদেশে যাওয়া হয়নি রায়হানের। ১১লাখ টাকা হাতিয়ে নিয়ে আদম ব্যবসায়ী শহিদুল ইসলাম দীর্ঘদিন হলো পলাতক রয়েছেন। অনেক খোঁজ খবর নেয়ার পরও তার কোন সন্ধান মেলেনি। বসবাসের ভিটেমাটি বিক্রি সর্বশান্ত রায়হান এখন পথে বসার উপক্রম হয়েছে তার। আদম ব্যবসায়ীর নিকট থেকে টাকা উদ্ধারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সোহেল রায়হান বলেন, ১০ বছর আগে বিদেশ যাবার জন্য ভিটেমাটি বিক্রি করে আদম ব্যবসায়ী শহিদুলকে ১১ লাখ টাকা দিয়েছিলাম।
টাকা নেয়ার পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। সব কিছু হারিয়ে আমার এখন পথে বসার উপক্রম হয়েছে। প্রশাসনের মাধ্যমে তাকে খুঁজে বের করে টাকা উদ্ধারের দাবী জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ