শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মানিকগঞ্জে জাগীর ও গড়পাড়া ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

মানিকগঞ্জ সংবাদদাতা : শান্তিপূর্ণভাবে মানিকগঞ্জ সদরের দু’টি ইউনিয়ন জাগীর ও গড়পাড়ায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। জাগীর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো: জাকির হোসেন (নৌকা) ১১ হাজার ৬শ’ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) প্রতিকের প্রার্থী মো: সেলিম হোসেন পেয়েছেন ৩ হাজার ৯শ’ ৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম শিকদার পেয়েছেন ১ হাজার ৫শ’ ৫৮ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত জাগীরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে মো: আব্দুল হক, ৫নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম খান, ৮ নং ওয়ার্ডে রেজাউল করিম মন্টু বিজয়ী হয়েছেন।

এদিকে গড়পাড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আফছার উদ্দিন সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগেই। এ ইউনিয়নে শুধুমাত্র সংরক্ষিত মহিলা মেম্বার পদে ও সাধারণ আসনে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোন ভোট কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিডিয়া কর্মীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

অনলাইন আপডেট

আর্কাইভ