ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বান্দরবানে গণপিটুনিতে নিহত দুই

অনলাইন ডেস্ক : বান্দরবানের লামায় গনপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসী নিহত হয়েছে। অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করেছে গ্রামবাসী। গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা গত মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে নয়টার দিকে ৪ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবরে গ্রামবাসীরা সন্ত্রাসীদের ধাওয়া করে পিছু নেয়। এ সময় অপহরণকারী সন্ত্রাসীরা গ্রামবাসীকে লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী চারদিক থেকে জঙ্গলে ঘেরাও করে অপহরণের চারঘন্টা পর অপহৃত ৪ শ্রমিকদের উদ্ধার করেছে। অপহৃতরা হলেন- মনোয়ার আলম (৬০), কালাভুতু (৩৪), জকির আলম (৩৫) এবং জাবের আহমেদ (৩২)।

এ সময় গ্রামবাসীরা অপহরণকারী ২ সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। গ্রামবাসীর গনপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে নিহত অপহরণকারীদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফাসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন জানান, গ্রামবাসীরা অপহরণকারীদের পিছু নিয়ে ধাওয়া দিয়ে জঙ্গল ঘেরাও করে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করেছে। এসময় অপহরণকারী দলের ২ সন্ত্রাসী’কে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসীরা। এতে গণপিটুনিতে ২ সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসেন জানান, অপহরণকারী ২ সন্ত্রাসী গণপিটুনিতে মারা যাবার খবর পেয়েছি। কিন্তু ঘটনাস্থল খুবই দূর্গম আর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লাশ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। তবে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ