বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭২টি পদ শূন্য

রংপুর অফিস: রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭২ টি অতি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে- রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৮টি জেলা শিক্ষা অফিসারের পদ সহ ৭৭৩ টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে দিনাজপুর এবং লালমনিরহাটে জেলা শিক্ষা অফিসারের গুরুত্বপূর্র্ণ দু’টি পদসহ বর্তমানে ১৭২ টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া দিনাজপুরে ১টি জেলা মনিটরিং অফিসারের পদ সহ ৩ জেলায় সহকারী মনিটরিং অফিসার, ৭টি উপজেলায় শিক্ষা অফিসার , বিভিন্ন উপজেলায় ৩৮টি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা পর্যায়ে  ২১টি উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, পাঁচ জেলা অফিসে ৫টি কম্পিউটার অপারেটর এবং উপজেলা পর্যায়ে ২৪টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, জেলা পর্যায়ে ৪টি ক্যাশিয়ার , ৫টি ড্রাইভার, ২টি অফিস সহায়ক ও ১টি নাইট গার্ড পদ এবং উপজেলা পর্যায়ে ২৪টি হিসাব সহকারী ও ৩৫টি অফিস সহায়ক পদ শূন্য রয়েছে।  

এসব গুরত্বপূর্ণ পদ দীর্ঘ দিন ধরে শূন্য থাকায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ