শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গাজীপুরে জেল হত্যা দিবস পালিত

গাজীপুর সংবাদদাতা, ৫ নবেম্বরঃ গাজীপুরে বৃহষ্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে কোরানখানি, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, রক্তদান, আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত কর্মসূচী শুরু হয়।
গাজীপুর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ সকালে চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুরের কৃতি সন্তান ও দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নওগাঁ
জেল হত্যা দিবস পালন উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-৫ সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনের এমপি মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার, সহ-সভাপতি এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, নির্মল কৃঞ্চ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার সাবু, উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আব্দুল খালেক, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহনাজ মালেক, জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, যুব মহিলালীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রেজভী, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ