শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইরানী আগ্রাসন ও কূটচালের কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ -হেফাজত আমীর

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান সৌদি আরবে মক্কা নগরী লক্ষ্য করে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। এক বিবৃতিতে তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর বিশ্বাস ও ঐক্যের মৌলিক প্রতীক ক্বিবলা ও বায়তুল্লাহ’র স্থান পবিত্র মক্কা নগরীকে হামলার লক্ষ্যবস্তু করা জঘন্যতম দুঃসাহসী কাজ। এটা মুসলিম বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হানার শামিল। তিনি বলেন, সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানকে এই হামলার বিরুদ্ধে সোচ্চার প্রতিক্রিয়া জানাতে হবে।বিবৃতিতে হেফাজত আমীর আরো বলেন, সৌদি আরব সরকারিভাবে এই হামলায় যোগসাজশের জন্য ইরানের শিয়া শাসকদেরকে দায়ী করে বলেছে, ইরানের শিয়া ধর্মীয় নেতা খামেনির নির্দেশেই এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের এই অভিযোগ গভীর তাৎপর্য বহন করে। সুন্নী মুসলমানদের বিরুদ্ধে শিয়াদের ষড়যন্ত্রের ইতিহাস ইসলামের শুরু থেকেই চলে আসছে। পবিত্র মক্কা ও মদীনা নগরীকে দখলে নেওয়ার চেষ্টার কথা শিয়ারা প্রকাশ্যেই বলে থাকে। এই শিয়াদের আগ্রাসন ও কূটচালের কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। ইরাক, সিরিয়া, বাহরাইন ও ইয়েমেনে প্রভাব বিস্তারের মাধ্যমে সৌদি আরবকে ঘিরে ফেলে শিয়ারা পবিত্র হারামাইন শরীফাইনকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের পথেই আগ্রসর হতে চাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। মুসলমানদের পবিত্র হজ্বব্রত পালনের সময়ও শিয়াদের বিশৃঙ্খলা সৃষ্টি ও নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দেওয়ার ধারাবাহিকতার ইতিহাস সকলেরই জানা।

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেন, মুসলমনাদের পবিত্রতম স্থান মক্কা ও মদীনা নগরী নিয়ে শিয়াদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বময় সকল মুসলমানকে সোচ্চার হতে হবে। পবিত্র মক্কা লক্ষ্য করে শিয়াদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে গুরুত্বের সাথে নিয়ে ওআইসি ও আরবলীগের উচিত, অবিলম্বে জরুরী অধিবেশন ঢেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত ও এক ঘরে করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। হেফাজত আমীর এ পর্যায়ে পবিত্র মক্কায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে নিন্দা জানানো এবং দুই পবিত্রতম স্থান রক্ষায় সৌদি সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতাদানের প্রতিশ্রুতি দেওয়ার প্রশংসা করেন।

উল্লেখ্য, ইয়েমেনের ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা গত ২৭ অক্টোবর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ইউনিট প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে আঘাত হানার পূর্বে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ