শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য খুলনার : মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস রিপোর্টার : দর্শকদের ভালো ক্রিকেট উপহার দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে খুলনা টাইটানস। গতকাল মঙ্গলবার খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও এমন বার্তাই দিলেন সংবাদ মাধ্যমকে, ‘অবশ্যই এটা তো একটা লক্ষ্য থাকেই। এমন একটা ফরম্যাট যেখানে ধারাবাহিক ক্রিকেট খেলা কঠিন। এখানে কেউ সব ম্যাচ জিতবে না। কেউ হারবে, কেউ জিতবে। প্রতিপক্ষের দুর্বল ও শক্তিশালী পয়েন্ট ভালোভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে চ্যাম্পিয়নশিপের দাবিদার প্রায় সব দলই। সাতটা দলই এ লক্ষ্যেই নামবে। তবে ভালো ক্রিকেট খেলাটাই মূল লক্ষ্য আমাদের।’
গতবার বরিশাল বুলসের হয়ে অধিনায়কত্ব পালন করেছেন মাহমুদউল্লাহ। এবার দল পাল্টে খুলনার দায়িত্ব তার কাঁধে। খুলনার মতো দলের হয়ে অধিনায়কত্ব পালন করাটা সহজ মনে করেন মাহমুদউল্লাহ। কারণ এখানে বিশ্বমানের তেমন কোনও তারকা ক্রিকেটার নেই। সব মিলিয়ে তাই অধিনায়কত্বটা বেশ ভালো উপভোগের মন্ত্র। এ প্রসঙ্গে রিয়াদ বলেছেন, “আমি এ রকম দলকে অধিনায়কত্ব করতে উপভোগ করি। ঢাকা, চিটাগং, কুমিল্লা দলে বড় বড় নাম আছে। আরও বড় বড় খেলোয়াড় আছে। আমি গত বছরই এটা অনুভব করেছি, ‘দিনটা যদি তোমার হয়, তাহলে কেউ হারাতে পারবে না তোমাকে’। আমার এটাই লক্ষ্য থাকবে। চেষ্টা করব এভাবেই যেন টুর্নামেন্টে এগোনো যায়।” নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘দল যেভাবে চায়, টিম কম্বিনেশন যেভাবে চায়, সেভাবেই কাজ করব। আর অবশ্যই অধিনায়ক হিসেবে আমারও কিছু দায়িত্ব থাকবে। দায়িত্ব অনুযায়ী খেলার চেষ্টা করব। দল আমার কাছে আক্রমণাত্মক ব্যাটিং চাইলে, আমি সেটাই করব।’

অনলাইন আপডেট

আর্কাইভ