বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিপিএলের সম্প্রচার স্বত্ব পেল মাছরাঙা ও গাজী টিভি

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই আসরটি সম্প্রচারের দ্বায়িত্ব পালন করে আসছিল বেসরকারী স্যাটালাইট টেলিভিশন, চ্যানেল নাইন। এবার চতুর্থ আসর সম্প্রচারের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আয়োজকদের সাথে তাদের চুক্তির মেয়াদ। আগামী তিন আসরের জন্য এই দ্বায়িত্ব পাচ্ছে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি। গতকাল বুধবার  মিরপুরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ থেকে আগামী ৩ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ এ টুর্নামেন্টটি সম্প্রচার স্বত্ব পেয়েছে গাজী ও মাছরাঙা টেলিভিশন। এছাড়া আগামী তিন বছরের জন্য রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বাণিজ্যিক দিক বিবেচনা করে এই দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছি আমরা। এবারের আসর দেখানো হচ্ছে ১২০টি দেশে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে। যত বেশি চ্যানেলে খেলা দেখাবে, জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে। আমরা এই চুক্তিতে অনেক উৎফুল্ল এবং এ চুক্তির মাধ্যমে আমাদের সব চাওয়া পূরণ হবে বলে আশা করি।’

অনলাইন আপডেট

আর্কাইভ