বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মেঘ তুমি এসে

সাইফ আলি

মেঘ তুমি এসে নেভাও এ দাবানল
পুড়ে গেল সব মায়াবী পাখির ’বাস
অঝোর ধারায় নামাও শীতল জল
আরেকটিবার নিতে চাই নিঃশ্বাস।

এই নগরীতে আগুন লেগেছে খুব
আগুন লেগেছে কোটি মানুষের মনে
একসমুদ্র জল দাও দেবো ডুব
তুমিই পারবে এ আমার বিশ্বাস।

এখানে আজকে হৃদয়ের তল্লাটে
ফাগুনের নামে আগুনের বসবাস
সুখের জাহাজ ভিড়বে না এই ঘাটে
প্রতি মুহূর্তে উঠছে নাভিশ্বাস।

মেঘ তুমি এসে নেভাও এ দাবানল
এখন ভরসা তোমার বরষা রূপ
বাগান ছেড়েছে মায়াবী পাখির দল
এখন সেখানে শোনা যায় হা-হুতাশ।

অনলাইন আপডেট

আর্কাইভ