বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কারারক্ষী নিহত মাইক্রোবাস চালক আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় মাইক্রোবাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  জি. এম. ছাইদুর রহমান (৩৮) নামের এক কারারক্ষী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থনার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১১-৭৭৪৯) কোষাঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইবাদুল্লার ছেলে জি. এম. ছাইদুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারারক্ষী ছাইদুর মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে মাইক্রোবাস চালক বাসটি তার বুকের উপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে সময় মাইক্রোবাসসহ চালক চুয়াডাঙ্গার জাফরপুরের রহিম মণ্ডলের ছেলে ফিরোজ (৩০)কে আটক করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ