রাজশাহীতে রাত জেগে লাইনে দাঁড়ানো ভিসা প্রার্থীদের ওপর হামলা
রাজশাহী অফিস: রাজশাহী নগরীর বর্ণালী মোড়ের ভিসা সেন্টারের ভবন মালিকের ছেলের হামলার শিকার হয়েছেন বৃদ্ধসহ অন্তত ৫ জন। রাত জেগে লাইনে দাঁড়ানো ওই ব্যক্তিরা ভবন মালিক আনছার আলীর ছেলে শিমুলকে টাকা না দেয়ায় তিনি সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাইনে দাঁড়ানো অন্তত ৫ জনকে বেধড়ক পিটিয়ে লাইন থেকে সরিয়ে দেন।
এ ঘটনায় নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকালে ভিসার টাকা জমা দেয়ার জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কার্যালয়ে প্রবেশ করতে সোমবার বিকেল থেকেই শতাধিক লোক লাইন ধরে অপেক্ষা করতে থাকেন। রাজশাহীসহ আশে-পাশের জেলার দূর-দূরান্ত থেকে মানুষ যখন রাত জেগে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনের মালিক আনছার আলীর ছেলে ভিসার দালাল শিমুল লাঠি নিয়ে এসে অতর্কিতভাবে লাইনে দাঁড়ানো লোকজনকে বেধড়ক পেটাতে থাকে। শিমুলের মারপিটে দু’জন বৃদ্ধসহ অন্তত ৫ জন আহত হন।
মারপিটের সময় আতঙ্কে লোকজন দিগি¦দিক ছুটোছুটি করতে থাকেন। এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শিমুলকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।