বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ক্রীড়াঙ্গনে ডোপিং এক মারাত্মক ব্যাধি : যুব ও ক্রীড়া উপমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, ক্রীড়াঙ্গনে  ডোপিং এক মারাত্মক ব্যাধি। তিনি বলেন, ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির সাথে বাংলাদেশও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের খেলোয়াড় কোচ এবং কর্মকর্তারা ডোপিং ও অ্যান্টি ডোপিং সম্পর্কে সচেতন হবেন। তিনি গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার ও ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনেসকোর সহযোগিতায় বাংলাদেশে ৩টি ভেন্যুতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমের আওতায় ১৯ নভেম্বর বিকেএসপিতে, ২২ নভেম্বর ঢাকা এবং ২৬ নভেম্বর চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাগণ অংশ নেবেন। জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ