শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সেবা কর্মসূচি পরিচালনা শীর্ষক সমন্বয় সভা

শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচি গতিশীল করার লক্ষ্যে লিড ব্যাংক পদ্ধতিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে চট্টগ্রাম জেলার লীড ব্যাংক মনোনীত করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আগ্রাবাদ কর্পোরেট শাখাকে। গত ১৫ নবেম্বর-২০১৬ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আগ্রাবাদ কর্পোরেট শাখার উদ্যোগে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে একটি সমন্বয় সভা বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক জনাব বিষ্ণু পদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন ইসলামী ব্যাংক যোগ্য ও সক্ষম ব্যাংক হিসেবেই এই কার্যক্রমের আওতায় সবচেয়ে বড় জেলায় দায়িত্ব পেয়েছে। এই কার্যক্রম দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে উলে¬খযোগ্য ভূমিকা রাখবে। সভায় সকল তফসিলী ব্যাংকের আঞ্চলিক প্রধান বা তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় লিড ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসভিপি মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। তিনি এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং কর্মপরিকল্পনা পেশ করেন যা পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্য আলোচক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর মহা-ব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুর রহমান মত বিনিময় সভা পরিচালনা করেন এবং বাংলাদেশ ব্যাংকের সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভায় গুরত্বপূর্ণ আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম দক্ষিণ জোনের হেড অব জোন, ইভিপি জনাব মোঃ মতিয়ুর রহমান। সভা পরিচালনা করেন লিড ব্যাংকের মনোনীত ফোকাল পারসন আগ্রাবাদ কর্পোরেট শাখার অফিসার জনাব নাজমুল হক রাশেদ।

অনলাইন আপডেট

আর্কাইভ