মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

প্রিমিয়ার লিগে জোসে মরিনিয়োর দলের বিপক্ষে জয়ের স্বাদ এবারও পাওয়া হলো না আর্সেন ভেঙ্গারের। তবে হারের শঙ্কায় পড়ে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট নিশ্চিত করাটাও দলটির জন্য কম স্বস্তির নয়। শনিবার স্থানীয় সময় দুপুরে বড় দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর হুয়ান মাতার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। শেষ দিকে অলিভিয়ে জিরুদের গোলে হার এড়ায় অতিথিরা। ক্যারিয়ারে চেলসির সাবেক কোচ মরিনিয়োর বিপক্ষে ভেঙ্গারের জয় মাত্র একটি; ২০১৫ সালের কমিউনিটি শিল্ডে। প্রিমিয়ার লিগে পর্তুগিজ কোচের দলের বিপক্ষে কখনোই জিততে পারেননি ফরাসি ভেঙ্গার।
লিগে সবশেষ ২০০৬ সালে ইউনাইটেডে মাঠে জিতেছিল আর্সেনাল। সাম্প্রতিক ফর্মের বিবেচনায় এবার সে জয় খরা কাটানোর স্বপ্ন দেখছিল গানাররা। ওল্ড ট্যাফোর্ডে কিছুটা ঢিমেতালে শুরু ম্যাচে উত্তেজনা ফেরে ৩৪তম মিনিটে। দ্রুত ডি-বক্সে ঢুকে পড়া আন্তোনিও ভালেন্সিয়া নাচো মনরিলের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান। জোরালো পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, রেফারি অবশ্য সাড়া দেয়নি। দুই মিনিট পর বাঁ দিক থেকে ইউনাইটেড মিডফিল্ডার হুয়ান মাতার কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান পেতর চেক। শুরু থেকে উজ্জ্বল ভালেন্সিয়ার দারুণ পাস পেয়ে ৪০তম মিনিটে জোরালো শট নিয়েছিলেন অন্তনি মার্সিয়াল। ক্রসবার ঘেষে বল জালে ঢোকার আগে শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান চেক। ৬৮তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। আক্রমণের শুরুটা হয় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পল পগবার পায়ে। তার পাস ধরে বাই-লাইনের কাছ থেকে স্বদেশী মিডফিল্ডার আন্দের এররেরার নীচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফাঁকায় থাকা মাতা। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে মাতার এটা চতুর্থ গোল। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ