ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মানবাধিকার লংঘন নিয়ে মিয়ানমারের সঙ্গে বসছে ইইউ

অনলাইন ডেস্ক: মিয়ানমারে চলমান মানবাধিকার লংঘন নিয়ে আজ মঙ্গলবার দেশটির রাজধানী নাইপিদেও শহরে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে। 

ইইউ'র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাভরস ল্যাম্বিরিডিস, ইইউ'র দূত রোনাল্ড কোবিয়া এবং আরেকজন ঊর্ধ্বতন কূটনীতিক বৈঠকে উপস্থিত থাকবেন। ইইউ'র ওই প্রতিনিধি দল তিন দিনের সফরে এখন মিয়ানমার রয়েছেন। 

এর আগে মিয়ানমারের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালে আরও দু'বার বৈঠক করেছিল ইইউ। 

বৈঠকে মিয়ানমারের সঙ্গে চলমান জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 

সেখানে সামরিক প্রতিনিধি, সংসদ সদস্য ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে আজকের ওই বৈঠকে বসছেন তারা। 

গত ৯ নভেম্বর থেকে দেশটির বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে। 

জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী সেখানে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ৩০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ