শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

মানববন্ধন
সাভার সংবাদদাতা: টেকনাফ দমদমিয়া চেকপোস্টে বাংলাদেশ বডার গার্ড বিজিবি’র সদস্যের হাতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাথীদের শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় বিজিবি সদস্যের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন গত ১০ নভেম্বর টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবি সদস্যরা পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এসময় লাঞ্ছিতকারী বিজিবি সদস্যদের অবিলম্বে সরকারের কাজে বিচারের দাবি জানান তারা।
মসজিদের ভিত্তিপ্রস্তর
শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৪ তলা ভিত্তিপ্রস্তর ও উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। গত ১৫ নভেম্বর একই দিনে ওই কর্মসূচী দুটির উদ্বোধন করা হয়।
আইন শৃঙ্খলা সমন্বয় সভা
নবাবগঞ্জ (দিনাজপুর): নবাবগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা হয়েছে।
সভায় মাদক, বাল্যবিয়ে, সমাজের ঘটে যাওয়া ছোট খাটো অপরাধ, যৌতুক, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ব্যাপক ও বিস্তর আলোচনা হয়েছে।
অভিভাবক সমাবেশ
বেলকুচি (সিরাজগঞ্জ): গত বুধবার বেলকুচি’র ঐতিহ্যবাহী ইক্রা স্কুল আয়োজিত ও নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত বার্ষিক অভিভাবক সমাবেশ, পিএসসি ছাত্রদের বিদায় সংবর্ধনা ও কুরআনের ছবক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বেলকুচি উপজেলা ভাইস্ চেয়ারম্যান, আরিফুল ইসলাম সোহেল। ইক্রা স্কুেলর প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীম।
মানববন্ধন
ছাগলনাইয়া উপজেলার পৌরশহর জমদ্দার বাজারে র‌্যালী ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
শাহাদাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের এম পিও জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক শিরিন আখতার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বারী।

অনলাইন আপডেট

আর্কাইভ