বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বিকেএসপি কাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার : গতকাল শুরু হয়েছে ‘দি ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারী চ্যাম্পিয়নশিপ-২০১৬’। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উদ্বোধনী দিনে সকল প্রতিযোগী তাদের র‌্যাংক নির্ধারনী প্রতিযেগিতায় অংশগ্রহন করেন। চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৮ দলে ৪৭ জন পুরুষ ও ৩২ জন মহিলা আরচ্যার অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলসমূহ হলো: ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব, এএসপিটিএস আরচ্যারী ক্লাব, বিজিবি, তীরন্দাজ সংসদ, টিম ব্লেজার বিডি, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিকেএসপি হাই পারফর্মার টিম ও বিকেএসপি। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে একক, দলীয় ও মিশ্র দলীয়তে আরচ্যারবৃন্দ ১০টি গোল্ড, ১০টি সিলভার ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩০টি পদকের জন্য লড়বেন।

অনলাইন আপডেট

আর্কাইভ