শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভারতের চ্যাম্পিয়ন্স লিগ বয়কটের হুমকি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আরও খারাপ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। ভারতের নারী ক্রিকেট দলের পর এবার ধোনি-কোহলিদেরও আইসিসির চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর। উড়ি সীমান্তে জঙ্গি হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারতীয় নারী দল। গত ০১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে সিরিজটি হওয়ার কথা ছিল। আইসিসির নিয়ম ভঙ্গ করে ভারত সেই সিরিজে খেলেনি। ফলে, ভারতীয় নারী দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। আর এর প্রতিবাদ হিসেবে ক্ষুব্ধ বিসিসিআই ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হুমকি দিয়েছে। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকেই ভারতীয় বোর্ডের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয় বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের। বিসিসিআইয়ের এক বোর্ড কর্মকর্তা জানান, ‘এখন পরিস্থিতি এমন যে, দেখে মনে হচ্ছে, মনোহরের বিসিসিআই-বিরোধী মনোভাব বদলে ভারত-বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ