শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মৃত্যুর আগে গ্রামের সবাইকে মিলিয়নিয়ার বানিয়ে গেলেন করোনা বিয়ারের মালিক

২৫ নবেম্বর, দি ইন্ডিপেন্ডন্ট : স্প্যানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারাজালস ডেল কনডাডো এলাকার ছোট্ট একটি গ্রামেই জন্ম এবং বেড়ে উঠেছিলেন বিশ্বখ্যাত করোনা বিয়ারের মালিক এন্টেনিও ফার্নান্দেজ। গত আগস্টে তিনি ৯৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মুত্যুতে গ্রামের সবাই মনে খুব দুঃখ পেলেও হয়েছেন লাভবান। গ্রামটির ৮০ জন বাসিন্দার সবাই এখন মিলিয়নিয়ার। এ্যান্টোনিয়র একটি ‘উইল’ সম্প্রতি এই গ্রামের মানুষদের জন্য এই সুখকর পরিনতি ডেকে এনেছে। এ্যান্টেনিয়র উইল অনুযায়ী, গ্রামের প্রত্যেকেই ২ মিলিয়ন পাউন্ড করে পাবেন।
গ্রামের একমাত্র শুরিখানার মালিক ম্যাক্সিমিনো সানচেজ ‘দিয়ারিও ডি লিওন’ পত্রিকাকে বলেন, ‘আগে আমরা সবাই গরীব ছিলাম।’ এ্যান্টেনিয় ১৯৪৯ সালে ৩২ বছর বয়সে ম্যাক্সিকো যান এবং সেখানে একটি বেভারেজ কারখানায় কাজ শুরু করেন। সেখানেই তিনি একসময় আবিষ্কার করেন করোনার মতো বিশ্বখ্যাত বিয়ার। ১৯৭১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ওই কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। জনহিতৈষী হিসেবে পরিচিত এ্যান্টেনিও পরবর্তীতে নিজেই একটি কোম্পানির মালিক হন। তার ওই কোম্পানিতে সব কর্মচারীই ছিলেন প্রতিবন্ধী। এ্যান্টেনিয়র স্প্যানের রাজা জুয়ান কার্লোস তাকে ‘দ্য অর্ডার অফ ইসাবেলা দ্য ক্যাথলিক’ উপাধিতে ভূষিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ