বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারে মুসলমানদের উপর নিষ্টুরতম নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বুধবার শহর জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে¡ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহসিন, ছাত্রশিবির কক্সবাজার শহর সভাপতি আকতার হোসাইন, জেলা সেক্রেটারি রবিউল হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তব্য প্রদানকালে জামায়াত বলেন, অবিলম্বে মায়ানমারে মুসলমানদের উপর ইতিহাসের নৃশংস ও নিষ্টুরতম গণহত্যা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নেতৃবৃন্দ অবিলম্বে নিরীহ রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতি উদার্ত্ত আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ