শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাঁওতাল স্টুডেন্টস ইউনিয়ন সাসু। গতকাল  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
বক্তারা বলেন, গত ৬ নভেম্বর রোববার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতাল এবং বাঙালিদের ওপরে সুগার মিল কর্তৃপক্ষের ছত্রছায়ায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভাড়াটে লোকেরা হত্যা নির্যাতন এবং অগ্নিসংযোগ চালায়। ওই ঘটনায় চারজন সাঁওতাল নিহত হয়। এখনো সেখানে প্রায় দুই হাজারের বেশি মানুষ অনাহারে খোলা আকাশের নীচে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তারা আরো বলেন, ওই ঘটনায় আহতরা কোনো চিকিৎসা পাচ্ছেন না। গ্রামের বাইরে গেলে ভূমিদস্যুরা আবারো আক্রমণ করতে পারে। ভয়ে তারা সেখানে বন্দীর মতো দিন কাটাচ্ছে। চোখে শুধু হতাশা। কি হবে আগামী দিনগুলোতে? ওই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি তার্সিসিউশ হাসদা তপুর সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির সাবেক সভাপতি সুবোধ এম বাস্কে, নটরডেম কলেজের প্রভাষক দুলাল এস টুডু, সদস্য জোতিন মারান্ডি প্রমুখ বক্তব্য রাখেন।

অনলাইন আপডেট

আর্কাইভ