শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিলিস্তিনীর প্রতি কৃতজ্ঞতা জানাল ইসরাইল

২৯ নবেম্বর, জিও নিউজ উর্দু : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোনে ইসরাইল শহরের ভয়ঙ্কর আগুন নেভাতে সাহায্য এবং ইহুদিদের আশ্রয় প্রদান করার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরাইলের হাইফাসহ বিভিন্ন শহরে ব্যাপক আগুন লাগার কারণে আট হাজার মানুষ ঘর ছাড়া হয়। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ব্শে কয়েকটি দেশ আগুন নেভানোতে  অংশ নিয়েছিলো। ফিলিস্তিনরাও কয়েক শহরের আগুন নেভানোর জন্য ফায়ার টেন্ডার এবং চল্লিশেরও বেশি স্বেচ্চাসেবী ইসরাইলে পাঠিয়েছিল।
ইসরাইল গণমাধ্যম জানায়, ইসরাইলের বিরোধী দলীয় নেতাও ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং তার জনগণের  কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফিলিস্তিনী স্বেচ্চাসেবীরা নিজেদেরকে বিপদের মুখে রেখে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। এ ঘটনার দ্বারা আমি আশার আলো পাই যে,  ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যকার আচরণে ভিন্নতা আসবে।

অনলাইন আপডেট

আর্কাইভ