ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

মিয়ানমারের ৯১ জেলেকে বিজিপির কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক: বাংলাদেশে কারাভোগ শেষে মিয়ানমারের ৯১ জেলেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বুধবার বেলা ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে বিজিপি ও বিজিবির পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ২০১৫ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় মাছ শিকার করছিলেন ওই জেলেরা। এ সময় বাংলাদেশ নৌ-বাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে অনুপ্রবেশের দায়ে ১১ মাস কারাগারে থাকার পর তারা ছাড়া পান। জেলেদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর এসব জেলেদের ফিরিয়ে নিতে সম্মত হয় বিজিপি।

অনলাইন আপডেট

আর্কাইভ