আ জা দ মি ল্ট ন
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ - ১২:৫২ | প্রকাশিত: শুক্রবার ০২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট সংস্করণ
কবিতা তুই
ঢের হয়েছে শিল্প হয়ে ওঠা
ঢের হয়েছে ছোটা বামে-ডানে
এখন সময় হিসেব-নিকেশ নেয়ার
কত মানুষ মরলো আরাকানে
কত নারী হারালো সম্ভ্রম
কত শিশু হলো মেরে ফেলা
হিসেব নেয়ার এই মাহেন্দ্রক্ষণ
ঢের হয়েছে অন্ত্যমিলের খেলা
মিথ্যে শোকে হয়ে যাওয়া থ
মিথ্যে ফেলা চোখের নোনা পানি
কবিতা তুই এটোম বোমা হ
এক আঘাতেই সব সমাধান জানি।
অং সান সু চি
করেছিলাম গোলাপ ফুলের চাষ
কণ্ঠে তোমার পরিয়ে দেবো মালা
ফুলেরা যেই শুনলো তোমার নাম
শুকনো পাতার মতো গেল ঝরে
তোমার জন্যে রইলো শুধু কাঁটা