ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

টঙ্গীর তুরাগতীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক: তাবলিগ জামাতের বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসল্লিদের নিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে পাঁচ দিনের প্রস্তুতিমূলক জোড় ইজতেমা।আজ শুক্রবার সকাল থেকে এ ইজতেমা শুরু হয়য়েছে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত আড়াই লাখ মুসল্লি সমবেত হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।

তাবলিগ জামাতের বিভিন্ন মেয়াদের চিল্লায় যাঁরা ছিলেন, মূলত সেসব মুসল্লিকে নিয়ে শুরু হয় ইজতেমার প্রস্তুতিমূলক সমাবেশ পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। জোড় ইজতেমা শেষেই শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার মূল পর্বের প্রস্তুতি।

তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবক ছাড়াও জোড় ইজতেমায় আসা মুসল্লিরা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজে অংশ নেবেন।

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জোড় ইজতেমা উপলক্ষে ইজতেমা ময়দানে আসা মুসল্লিদের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

ডি.স/আ.হু

অনলাইন আপডেট

আর্কাইভ