শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে মিয়ানমার সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন এবং দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে “মিয়ানমার মুসলিম নির্যাতিত সহায়তা কমিটি মাধবদী” এর উদ্যোগে গতকাল ২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মাধবদী বাজার বড় মসজিদ প্রাঙ্গন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দেলন, মাধবদী সেবামূলক সংস্থা সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের হাজার হাজার মুসল্লি ও তৌহিদী জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি মাধবদী বাজার বড় মসজিদ থেকে বের হয়ে মাধবদী পৌর শহরের ম্যানচেস্টার চত্বর হয়ে বাজারের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও গলিপথ প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পোস্ট অফিস মোড় হয়ে বড় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারীদের শ্লোগান ছিলো ‘‘মিয়ানমারে হত্যা কেন, জাতিসংঘ জবাব চাই। বিশ্বের মুসলিম এক হও, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, মুসলিমদের উপর হামলা বন্ধ কর করতে হবে।’’ মিছিল শেষে বড় মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিয়ানমার মুসলিম নির্যাতিত সহায়তা কমিটি মাধবদী’র আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন কমিশনার তিনি অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান এবং এ ব্যাপারে জাতিসংঘের আশু হস্তক্ষেপ কামনা করেন। আরো বলেন কোন ধর্মে মানব হত্যার কথা বলা হয়নি। বার্মাতে মুসলিমদের উপর বর্বর নির্যাতন কখনো গ্রহণযোগ্য নয়। বক্তারা আগামী ৫ ডিসেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করার আলটিমেটাম দেন। এসময় বক্তব্য রাখেন (আই,এ.বি) নরসিংদী জেলার জয়েন্ট সেক্রেটারি প্রিন্সিপাল মুফতি কাউছার আহমেদ ভূঁইয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল হাসান, জেলা যুব নেতা মাওলানা আলমগীর হোসেন ভূঁইয়া, (আই,এ,বি) মাধবদী থানার সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, ই’শা ছাত্র আনন্দোলন নরসিংদী জেলার সভাপতি মোঃ আরিফ বিন মেহের উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদিন ভূঁইয়া, কওমী মাদ্রাসা বিয়য়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ সাইফুল ইসলাম সাইফ, মোঃ সোহেল মাহমুদ, মোঃ ইকবাল হোসেন মাশাদী সহ অনেকে এসময় অন্যান্য বক্তারা বলেন মিয়ানমার নিরীহ নারী পুরুষ ও শিশুদের উপর যে গণহত্যা চালাচ্ছে তা ১৬০ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করছে। কি অপরাধ তাদের? অং সান সূচি কি তা দেখছেন না! সূচি কি তার অতীত ইতিহাস ভুলে গেছে। তার কাছ থেকে নোবেল ফিরিয়ে নেয়ার দাবি  তোলেন বক্তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ