শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাঙ্গলকোট রেলস্টেশন এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা দক্ষিণ সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর সদরের রেলস্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে রেলস্টেশনের উত্তর পাশে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানাযায়, দীর্ঘ দিন ধরে এখানে একটি চক্র দোকান নির্মাণ করে মোটা অংকের ভাড়া আদায় করে আসছে। উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও রেলকর্তৃপক্ষ একাধিক নোটিশ দেয়ার পরও দখলদাররা দোকান ঘর সরিয়ে নেয়নি। এ দোকান গুলোর কারণে ইতি পূর্বে কয়েকটি দুর্ঘটনায় বেশ কয়েক জন মানুষ প্রাণ হারায়। অবশেষে বুধবার সকালে নির্বাহী ম্যাজেস্ট্রেট ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ অবৈধ ভাবে গড়ে উঠা এ দোকান ঘরগুলো উচ্ছেদ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম সহকারী স্ট্যান অফিসার ওবায়েদুল নবী, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ