শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হেমন্ত এলে

বাতেন বাহার

ছোট্ট বেলা যে পথ বেয়ে
আসতো ঘরে হেমন্ত
মনটা আজও হন্যে হয়ে
খুঁজে ফিরে সে পন্থ।

শীত ঝুমঝুম সোনালী ধান
আজও নীচে এ মনে
 ছোট্ট বেলার ছোট্ট স্মৃতি
ভুলবো বলো কেমনে!
ধান কাটা শেষেধানের মাড়াই
ধান শুকিয় ধান ভানা
চাঁদনী রাতে গুড়ি কুটার
শব্দে ভিবোর প্রাণ খানা!

তাপার সাথে চিতই পিঠে
রসের পিঠে মেলতো বশ
গাছির হাতে রসের হাড়ি
সবার প্রিয় খেজুর রস!
শীত আমেজে নতুন আনাজ
মনকে দিতো আনন্দ
উড়তো এমন ঘুড়ির সাথে
পত ত পত রা ‘দ্বন্দ্ব’।
কিন্তু এখন অবারিত
যদিও মাঠ নাইরে
তবুও এলে হেমন্তটা
স্মৃতির গাঁয়ে বাইরে।

অনলাইন আপডেট

আর্কাইভ