শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মডার্ন জুয়েলার্স কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

তিন দিনব্যাপী মডার্ন জুয়েলার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬ শুক্রবার রাতে রংপুর গলফ ক্লাবে শেষ হয়েছে। টুর্নামেন্টে  পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন লে. কর্নেল মো. মমামুনুর রশীদ চৌধুরী এবং বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন মেজর হাসান। এই বিভাগে রানার- আপ হন মেজর হুমায়ুন এবং ২য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন ডা. জাবেদ। ২য় রানার-আপ হনে মেজর তৌহিদ এবং ৩য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। ৩য় রানার-আপ হন ব্রিগেডিয়ার জেনারেল একেএম সামসুদ্দীন এবং ৪র্থ বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন কর্ণেল মোয়াজ্জেম। ৪র্থ রানর-আপ হন কর্নেল আজিজুল কাহার এবং ম্যাক্সিমাম পার পুরস্কার লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, এইচডিএমসি, পিএসসি।মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সাহিদা ফজল এবং বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন নাসরিন হক ববি। জুনিয়র বিভাগে বিজয়ী হন সুবা এবং রানার-আপ পুরস্কার লাভ করেন ফিদা। সাবজুনিয়র বিভাগে ওয়াদি চ্যাম্পিয়ন এবং রেহান রানার আপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেঃ জেনারেল সাব্বির আহমেদ, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি এবং মর্ডান জুয়েলার্স এর স্বত্বাধিকারী এনামুল হক সোহেল । বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ