ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তানে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

অনলাইন ডেস্ক : গতকাল পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদ যাবার পথে বিধ্বস্ত পিআইএ-৬৬১ ফ্লাইটটির আর কোন আরোহী জীবিত নেই বলে জানানো হয়েছে।

নিহতদের ৪২জন যাত্রী, ৫জন ক্রু এবং একজন প্রকৌশলী ছিলেন। আরোহীদের মধ্যে তিনজন বিদেশীও ছিলেন। এদের মধ্যে দুইজন অস্ট্রিয়ার আর একজন চীনের নাগরিক। এছাড়া ছিলেন দেশটির এক সময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়েদ জামসেদ।

পিআইএ এর চেয়ারম্যান আজম সেহগাল বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা এবং কোনভাবেই নিজেদের দায় অস্বীকার করার চেষ্টা করবে না পিআইএ। তবে, দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি বলছেন, বিমানটিতে 'যান্ত্রিক গোলযোগের কোনো সুযোগ ছিল না।' এখন এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, মি. সেহগাল।

তবে, এই মূহুর্তে নিহতদের লাশ স্বজনদের কাছে ঠিকঠাকভাবে হস্তান্তর করাকেই সবচেয়ে বড় কাজ বলে মনে করছেন তিনি। বিমান বিধ্বস্ত হবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সূত্র: বিবিসি বাংলা। 

অনলাইন আপডেট

আর্কাইভ