শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সরকারি জলাশয়ের মাছ শিকারঃ আটক ১৪

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ চাটমোহরের শীতলাই গ্রামের ৯০ বিঘা সরকারি অর্পিত পুকুরে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাচ শিকার কালে র‌্যাবের অভিযানে আটক ১৪জনকে গত শনিবার পাবনা জেল হাজতে পাঠিয়েছে চাটমোহর থানা পুলিশ। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে। আসামীরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে ,আসামীদের রক্ষিত ৮৮ বোতল বিষ জব্দ  করা হয়েছে। জানা যায়,পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের সমাজ মৌজার ৮১৫নম্বর ও  আর এস খতিয়ানভুক্ত ২৩,১৪,৮৬ নম্বর ও দাগের ২৯,৯৩ একর পুকুর শ্রেণীর অর্পিত সম্পত্তিতে কয়েকদিন যাবত মাছ ধরে আসছিল কয়েক ব্যক্তি। খবর পেয়ে চাটমোহর সহকারী অফিসার ভুমি মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি নারায়ণ চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৪জনকে আটক করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ