শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হোয়াইট হাউসে শেষ বড়দিনের কার্ডে ওবামা পরিবার

১০ ডিসেম্বর, ডেইলি মেইল : জানুয়ারির ৬ তারিখে আট বছর ধরে বসবাস করা হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও তার পরিবার। ইতোমধ্যেই সর্বশেষ বড়দিন উদযাপন করতে হোয়াইট হাউসকে পরিপূর্ণভাবে সাজিয়েছেন মিশেল ওবামা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এই ফার্স্ট ফ্যামিলি হোয়াইট হাউসে তাদের শেষ বড়দিনের কার্ড প্রকাশ করে। মার্চে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রোর সাথে রাষ্ট্রীয় ডিনারের ছবি বেছে নিয়েছেন ওবামা পরিবার। ৮ বছরের কার্যকালে এই একমাত্র রাষ্ট্রীয় নৈশভোজে মালিয়া ও সাশা ওবামা অংশগ্রহণ করেছিলেন।
কার্ডে লিখা ছিল, ‘হোয়াইট হাউসে খুব ভাল দিন কাটিয়েছি আমারা, সবার জন্য শুভকামনা।’ ফার্স্ট লেডি মিশেল ওবামা, মালিয়া, সাশা ও ওবামা পরিবারের দুই কুকুর বো ও সানি এই কার্ডে স্বাক্ষর করে। ১৯২৭ সাল থেকে হোয়াইট হাউস এর স্টাফ ও নিকটজনের কাছে বড়দিনের কার্ড পাঠিয়ে থাকে।

অনলাইন আপডেট

আর্কাইভ