শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালিয়াকৈরে ২০ লক্ষাধিক টাকা মুল্যের তুলা উদ্ধার

কালিয়াকৈর সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক বট তলা এলাকা থেকে বিপুল পরিমাণ তুলা গাইড উদ্ধার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে পরিত্যাক্ত অবস্থায় ৫৪ টি ৩ শত কেজি ওজনের তুলার গাইড উদ্ধার করেছেন। উদ্ধার কৃত ওই তুলার আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন।
মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, স্থানীয় লোকজন বিপুল পরিমাণ তুলার গাইড পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩শত কেজি ওজনের ৫৪টি তুলার গাইড উদ্ধার করা হয়।
কোন শিল্পকারখানায় নেয়ার পথে দুর্বৃত্তরা ছিনতাই করে ওই স্থানে ফেলে পালিয়ে যেতে পারে বলেও ওই কর্মকর্তা জানান।
স্থানীয় শাজেদুল ইসলাম জানান, একটি ট্রাকে ওই তুলা নিয়ে অজ্ঞাত কারখানার পরিচয় জানতে চেয়ে বুধবার রাতে ঘুরাফেরা করছিল। এক পর্যায়ে ট্রাকটি কারখানা খুঁজে না পেয়ে ওই স্থানে তুলার গাইড ফেলে রেখে চলে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ