শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

চট্টগ্রাম : মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে জনতা বিক্ষোভ মিছিল বের করে

চট্টগ্রাম অফিস : মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সম্প্রতি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ফোরামের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, মহানগর তরুণ দলের সভাপতি আপিল উদ্দিন, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক আইয়ুব খান, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন। চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতি কর্তৃক শুক্রবার বাদ জুমা মায়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ফলমন্ডি মার্কেট এর সামনে সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খতিব আল্লামা জমির উদ্দিন চৌধুরী, বক্তব্য রাখেন ইউসুফ বাহার যুক্তিবাদী, কলামিস্ট মাহমুদুল হক আনসারী, সামশুল করিম লাভলু, সেক্রেটারী নাজিম উদ্দিন চৌধুরী, সোলায়মান, আজিম উদ্দিন, মোহাম্মদ আব্বাস আলী খান, মাওলানা জাকারিয়া, বদিউজ্জামান প্রমুখ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ইমাম পরিষদের উদ্যোগে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বসুরহাট উত্তর বাজার আশ্রাফুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বসুুরহাট জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
চকরিয়া : মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে চকরিয়া পৌর ছাত্রদলের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সর্বস্তরের জনতার অংশগ্রহণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা ওশান সিটি সেন্টারের সামনে এ কর্মসূচি পালিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

অনলাইন আপডেট

আর্কাইভ