বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মাধবদীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : গৃহ বিবাদকে কেন্দ্র করে স্বামী ও তার পরিবারের লোকজন দু’সন্তানের জননী আকলিমাকে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার কথা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রোববার সন্ধা সাড়ে ৭টায় মাধবদী থানার বড় কামারচর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার সন্ধা সাড়ে ৭ টায় মাধবদীর বড় কামারচর গ্রামে দু’সন্তানের জননী গৃহবধূ আকলিমা ও তার স্বামী শফিকুলের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করেই কামারচর গ্রামের মৃত মিছির আলীর পুত্র স্বামী শফিকুল ও তার বড় ভাই দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের অন্যান্য সদস্যরা আকলিমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এ হত্যাকা- ঘটিয়ে শফিকুল পাশের বাড়ির  হুন্ডি ব্যবসায়ী বেনু মিয়ার পিতা সুবেদ আলীর নিকট গিয়ে ঘটনা খুলে বললে তখনই বেনু মিয়া বলেন মেরে ফেলেছো তো ভাল করেছো। এখন লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাও। এলাকাবাসী জানায় শফিকুল ও দেলু হুন্ডি ব্যবসায়ী বেনুর হুন্ডির টাকা আদান প্রদান করতো। শফিকুলের স্ত্রী আকলিমা স্বামীকে হুন্ডির ব্যবসা না করার জন্য ও বেনু মিয়ার ব্যবসার সাথে জড়িত না থাকার জন্য বললে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া হতো। এলাকাবাসীর ধারণা বেনুর হুকুমেই আকলিমাকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আকলিমার স্বামী শফিকুল ভাসুর দেলুসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। এই গৃহবধূর আত্মহত্যা নিয়ে মাধবদীতে ধূ¤্রজালের সৃষ্টি হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ