শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কৃষ্ণাঙ্গদের জন্য ওবামা কিছুই করেননি

১৬ ডিসেম্বর, অলটারনেট : গত আট বছর ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংখ্যালঘুরা তাকে এই ভেবেই ভোট দিয়েছিলেন যে তাদের জন্য কিছু করবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তার মেয়াদ শেষ এখন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিকদের মূল্যায়ন হচ্ছে, ওবামা তার আমলে কৃষ্ণাঙ্গদের জন্য কিছুই করেননি। প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক কিছুই করেছেন। সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো লাতিন কোনো ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, সমকামীদের বিয়েকে বৈধতা দিয়েছেন এবং নারীর বিরুদ্ধে সহিংতা রোধের কার্যক্রমের জন্য তহবিল বৃদ্ধি করেছেন। একইসঙ্গে তার নির্দেশেই সংঘাতপূর্ণ এলাকায় অনেক ড্রোন হামলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করায় অনেক আন্দোলনকারীকে সাজাও দিয়েছেন। তবে কৃষ্ণাঙ্গদের মত, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামার তাদের জন্য আরো অনেক কিছুই করণীয় ছিল। তিনি আসলে একজন রাজনীতিবিদ। কাজেই রাজনীতিবিদরা যা করেন তিনিও তাই করেছেন। তিনিও দেওয়া আর নেওয়ায় বিশ্বাসী। এটা ভালো বা মন্দ দিয়ে বিচার করা যাবে না।
এ নিয়ে কথা হয় কৃষ্ণাঙ্গ এক পরিবারের সঙ্গে। তাদের জন্য ওবামার করণীয় বলতে গিয়ে একটু উত্তেজিত হয়ে পড়েন তারা। বলেন, ‘ওবামা কালোদের জন্য কিছুই করেনি। ওবামার উচিত তার কাজের জন্য কালোদের কাছে দুঃখ প্রকাশ করা। গত আট বছর তিনি অনেক অজুহাত দেখিয়েছেন। তার এটা করা কখনই উচিত হয়নি।’
কৃষ্ণাঙ্গ এক নাপিত বলেন, ‘আপনি কখনো গুগলে সার্চ করে দেখেছেন যে ওবামার সাংবিধানিক ক্ষমতা কতটুকু ছিল?’ অনেক মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক এ নিয়ে বেশ ক্ষ্যাপা। তাদের মতে, ‘ওবামা আমাদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ নিয়েও কথা বলতে পারেননি। কারণ আমরা এ বিষয়ে কথা শুনতে প্রস্তুত ছিলাম না! আমাদের নিয়ে তার মাথাব্যথা ছিল না। সব ক্ষমতা থাকার পরও তিনি কি করেছেন আমাদের জন্য? এটার উত্তরে তার না বলা ছাড়া আর গতি নেই।’
তবে ওবামা কথা বলেছেন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে। তাকে বলতে শোনা গেছে, ‘আমি কৃষ্ণাঙ্গদের না, পুরো আমেরিকার প্রেসিডেন্ট।’ তবে বিশেষজ্ঞদের মতে, তিনি চাইলেই নিজেদের কৃষ্ণাঙ্গদের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিতে পারতেন। কারণ এটা তার জন্য সুবিধাজনক ছিল না। তাই তিনি সবার প্রেসিডেন্ট হয়েছেন। ওবামা সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন ,‘কিছু বিষয় আমি যেভাবে ভেবেছি তা নিয়ে ক্ষমতার বাইরে গিয়েই ভালোভাবে কাজ করতে পারবো।’ তবে তিনি একবারও কৃষ্ণাঙ্গদের সমস্যা নিয়ে কোনো কথা বলেননি। যা থেকে বোঝা যায় ওবামা ক্ষমতার বাইরে গিয়ে সংখ্যা কৃষ্ণাঙ্গদের জন্য কিছু করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ