শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: গত সোমবার দিনাজপুরের মধ্যপাড়া ফরেস্ট রেঞ্জ এর অধীনে নবাবগঞ্জ আফতাবগঞ্জ বিট অফিসের দখল হওয়া জমি থেকে স্থাপনা উচ্ছেদ করে কোটি টাকা মূল্যের বন বিভাগের জমি উদ্ধার হয়েছে। মধ্যপাড়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রঞ্জিবুল আমিন জানান, ওই বিটের মাদারপুর মৌজায় জেএল ১৩, দাগ নং ৭০৫ এর মধ্যে ৩৩ শতাংশ ও ৭০০ দাগে ২৬ শতাংশ বনের জমি মাদারপুর গ্রামের শ্রী লক্ষ্মীকান্ত ৫৯ শতাংশ জমিতে স্থাপনা তৈরি করে দখল করে। দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. রফিকুজ্জামান শাহ, চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান, নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার সহ বন বিভাগের সঙ্গীয় ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে স্থাপনাটি গুড়িয়ে দিয়েছে। এর ফলে কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার হয়েছে বলে বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান। এ বিষয়ে স্থাপনায় থাকা শ্রী লক্ষ্মীকান্তের মেয়ে শ্রীমতি দুলালী রানী জানান, আমরা দখল করিনি। আদালতের নির্দেশেই ওই জমিতে স্থাপনা করেছি। এ বিষয়ে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা রঞ্জিবুল আমিন জানান, আদালত কর্তৃক তাদের রায়ে বন বিভাগের ৫৯ শতাংশ জমি ছিল। পরে বন বিভাগের আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর সহকারী বিজ্ঞ জজ আদালতের  শ্রী লক্ষ্মীকান্তের রায়টি ভ্যাকেটসহ পূর্বের অবস্থায় বহাল রাখার নির্দেশ দেয়। স্থাপনার উচ্ছেদ করার সময় লক্ষ্মীকান্তের লোকজন বন বিভাগের উপর চড়াও হয়। এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারি মো. নুরুজ্জামান এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, জমিতে স্থাপনা তৈরি করার ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি।
বর্তমানে সেখানে টানটান অবস্থা বিরাজ করছে। ৯নং কুশদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নুর হোসেন জানান, জমিটি বন বিভাগের ও আফতাবগঞ্জ বিটের সংরক্ষিত এলাকা। আমরা দীর্ঘদিন থেকে জানি এটা বন বিভাগের জমি। এ বিষয়ে সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, বন বিভাগের দখল করা জমিটি ক্রয় করে নেওয়ার জন্য এলাকার একটি প্রভাবশালী মহল অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ