শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়াকে হারাতে রেকর্ড করতে হবে পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ৪৩৫ রানের টার্গেট পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪২৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ২০২/৫ডি. করে। পাকিস্তান প্রথম ইনিংসে ১৪২ রানে অলআউট হয় যায়্ একং পাকিস্তান দ্বিতীয় ইনিং সে ২ উইকেটে ৬৭ রান করে দিন শেষ করে। ২০২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে কঠিন বার্তা ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
এই ম্যাচে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ৪১৪ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার। যেখানে চতুর্থ ইনিংসে ৩৮২ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই পাকিস্তানের। এই ম্যাচ তাদের জিততে হলে আরো ৪৩৫ করতে হবে! তৃতীয়দিন শেষ দিকে সামি আসলাম ১৫ করে স্টার্কের বলে কাটা পড়েন। বাবর আজমকে স্মিথের হাতে ধরা পড়তে বাধ্য করেন লিওন। আজহার আলীর সঙ্গে ইউনুস খান যোগ দিয়ে ৯টি বল মোকাবিলা করে ০ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া ফলোঅন না করিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠিয়ে টপাটপ উইকেট তুলে নেয়। অস্ট্রেলিয়ার ৪২৯ রানের জবাবে ১৪২ রানেই গুটিয়ে যায় মিসবাহ উল হকের দল।এর আগে আট উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে মিসবাহ-উল-হকরা। শুক্রবার পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। গতকালও লড়াই করে যান তিনি। তাতে অবশ্য ৫৯ রানে অপরাজিত থাকলেও অপরপ্রান্তে নিয়মিত সতীর্থ হারান সরফরাজ। ২২ রান করে আউট হন সামি আসলাম। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও জ্যাকসন বার্ড ৩টি করে উইকেট নেন। জস হ্যাজেলউড নিয়েছেন ১টি উইকেট। প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও পিটার হ্যান্ডসকম্বের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪২৯ রান সংগ্রহ করে অজিরা। দলের পক্ষে স্টিভেন স্মিথ ১৩০, পিটার হ্যান্ডসকম্ব ১০৫ ও ম্যাট রেনশ ৭১ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৪টি, ওয়াহাব রিয়াজ ৪টি ও ইয়াসির শাহ ২টি করে উইকেট নেন।

অনলাইন আপডেট

আর্কাইভ