শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিজয় দিবস হকি সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার:  বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজন করবে  বিজয় দিবস হকি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে অনুষ্ঠিত হবে ‘মার্সেল বিজয় দিবস হকি প্রতযোগিতা। আটদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৬ ডিসেম্বর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।শনিবার এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয় এবারের এই মার্সেল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলোর পাশাপাশি বিকেএসপি ও চট্টগ্রামে একটি দল অংশ নিবে । ছয়টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে রয়েছে বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী ও চান্দগাঁও  স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম।

অনলাইন আপডেট

আর্কাইভ